করোনা পরবর্তী জটিলতায় এএসপি ইসরাতের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থও হয়েছেন। কিন্তু এর ধকল শেষ পর্যন্ত আর কাটিয়ে উঠতে পারলেন না। করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইসরাত জাহান তন্বী।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাত মারা যান।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৪তম বিসিএসের এএসপি ইসরাত সম্প্রতি করোনায় আক্রান্ত হন। সেরে উঠে আবার কাজেও যোগ দেন। কিন্তু, করোনায় তার ফুসফুসে সমস্যা দেখা দেয়। পরে তার আরও কিছু শারীরিক জটিলতা শুরু হয়। অবস্থার অবনতি হলে ১৬ জানুয়ারি তাকে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। আজ সেখানে তিনি মারা যান।
ইসরাত জাহান তন্বী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি উত্তরায় ১১ এপিবিএন এবং তার আগে মানিকগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) হিসেবে কর্মরত ছিলেন।
Comments