আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা শুরু

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার লক্ষ্যে ‘আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।

আবুল মনসুর আহমদ স্মুতি পরিষদ আয়োজিত এই প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়ে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের কালচার— এ দুটি বইয়ের যেকোনো একটির রিভিউ একজন প্রতিযোগীকে লিখতে হবে।

প্রতিযোগিতার দুটি শাখায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে তিন হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার দুই হাজার টাকা ও তৃতীয় পুরস্কার এক হাজার টাকা সমমূল্যের বই।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন প্রতিযোগী একটি বিভাগে অংশ নিতে পারবেন। আগের প্রতিযোগিতার কোনো বিজয়ী এতে অংশ নিতে পারবেন না।

একজন প্রতিযোগী তার নূন্যতম ১০০০ থেকে ১২০০ শব্দের অপ্রকাশিত রিভিউটি #AbulMansurAhmad ফেসবুক পেজে পোস্ট করার পাশাপাশি নিজের টাইমলাইনে পোস্ট করে হ্যাশট্যাগ দেবেন #আবুলমনসুরআহমদ #বুকরিভিউপ্রতিযোগিতা।

এ ছাড়া, লেখা সুতন্নিএমজে ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ইমেলে ([email protected]) বা ইমরান মাহফুজ, সমন্বয়ক, আবুল মনসুর আহমদ স্মুতি পরিষদ, ডেইলি স্টার সেন্টার। ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভেনিউ, ঢাকা— ঠিকানায় পাঠাতে পারবেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago