কৃষক বিদ্রোহ: পুলিশ পেটাল, ছুঁড়ল কাঁদানে গ্যাস

ছবি: সংগৃহীত

ভারতের কৃষি আইন বাতিলের দাবিতে ট্রাক্টর র‌্যালি নিয়ে দিল্লিতে প্রবেশের পর আন্দোলনকারী কৃষকদের ওপর লাঠিচার্জ করেছে ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।

দিল্লির মুকারবা চকের কাছে আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করতে গেলে তাদের ওপর ওপর লাঠিচার্জ করা ও কাঁদানে গ্যাস ছোড়া হয়।

দিল্লি কেন্দ্রস্থলসহ দুটি স্থানে পুলিশ আন্দোলনকারীদের ওপর হামলা করেছে বলে জানা গেছে।

এক সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, সিঙ্ঘু থেকে আসা কৃষকরা আওটার রিং রোডে তাদের নির্ধারিত সময়ের আগে সমবেত হলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করে।

আন্দোলনকারী কৃষকরা পুলিশের বাধা অতিক্রম করে তাদের পূর্ব-নির্ধারিত রুট এড়িয়ে দিল্লিতে প্রবেশ করেছে এবং একটি বাসে ভাঙচুর করেছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন:

কৃষক বিদ্রোহ: ব্যারিকেড ভেঙে দিল্লিতে

কৃষক বিদ্রোহ: ৩৬ শর্তে ট্রাক্টর র‌্যালির অনুমতি

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঢুকতে পারবেন আন্দোলনকারীরা

কৃষক বিদ্রোহ: বিতর্কিত আইন স্থগিতের সিদ্ধান্ত

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’

ভারতে কৃষক বিদ্রোহ

বিতর্কিত কৃষি আইন স্থগিত করল সুপ্রিম কোর্ট, ৪ সদস্যের কমিটি গঠন

কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ

কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে

কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান

কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে

কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’

ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন

কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান

Comments

The Daily Star  | English

BNP won’t tolerate extortionists, grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

14m ago