দিনাজপুরে ভূমিদস্যুদের হামলায় ৩ পুলিশ আহত, আটক ৪

Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভূমিদস্যুদের হামলায় বীরগঞ্জ থানার এক উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এসময় চার জনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই বিপুল হোসেন (২৫), মজিবুল হক (৫৫) ও হাবিবুর রহমান (৩০)।

প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন জানান, বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামে এক একর জমি নিয়ে স্থানীয় আফজল হোসেন ও আব্দুল লতিফের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। 

পুলিশ সূত্র জানায়, জমির বৈধ মালিক আফজল হোসেন। সম্প্রতি পুলিশকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আসল মালিকের হাতে জমি হস্তান্তরের আদেশ দেন আদালত।

সে অনুযায়ী গতকাল একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বীরগঞ্জ থানা পুলিশ চাকাই গ্রামে গিয়ে দখলদারদের উচ্ছেদ করে। সারা দিনব্যাপী উচ্ছেদ চললেও রাতে দখলদাররা আবার সেখানে নতুন কাঠামো স্থাপন করে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন প্রহরীকেও ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় তারা।

আজ সকালে আফজল হোসেন জমিতে নতুন কাঠামো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় প্রায় ৩০ জন দখলদারের একটি দল লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিদস্যুরা অত্যন্ত নিষ্ঠুরভাবে এই হামলা চালিয়েছে। এতে তিন পুলিশ ছাড়াও পালটাপুরের আবুল হোসেনের ছেলে এম মাসুদ হোসেন আহত হয়েছেন।

পরে অতিরিক্ত পুলিশ এসে আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, ‘এলাকায় অনেক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।’

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna.

5m ago