২০২১ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৪.৭ শতাংশ: জাতিসংঘ

২০২১ সালে করোনা মহামারির প্রভাব থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বিশ্ব অর্থনীতি এক দোলুল্যমান পরিস্থিতিতে রয়েছে। তবে প্রবৃদ্ধি অর্জিত হলে মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কিছুটা পূরণ হবে।
স্টার ফাইল ছবি

২০২১ সালে করোনা মহামারির প্রভাব থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বিশ্ব অর্থনীতি এক দোলুল্যমান পরিস্থিতিতে রয়েছে। তবে প্রবৃদ্ধি অর্জিত হলে মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কিছুটা পূরণ হবে।

বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা সম্পর্কে জাতিসংঘের নতুন প্রতিবেদনের বরাত দিয়ে এপির এর প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি ৪ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। ১৯২৯ এবং ২০০৯ সালের মহামন্দার চেয়ে করোনায় অর্থনৈতিক সংকোচন হয়েছে অনেক বেশি।

জাতিসংঘের প্রধান অর্থনীতিবিদ এবং অর্থনৈতিক উন্নয়নের সহকারী মহাসচিব ইলিয়ট হ্যারিস বলেছেন, ‘অভূতপূর্ব সঙ্কটের গভীরতা ও তীব্রতা থেকে ধীরে ধীরে পুনরুদ্ধারের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে লকডাউন, কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব জীবন বাঁচাতে সহায়তা করলেও বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষের জীবন-জীবিকা ব্যাহত করেছে। এপ্রিলের মধ্যে ‘সম্পূর্ণ বা আংশিক লকডাউনে প্রায় ২৭০ কোটি শ্রমজীবী মানুষের জীবনকে প্রভাবিত করেছে—যারা বিশ্বের মোট শ্রমজীবী মানুষের প্রায় ৮১ শতাংশ।’

জাতিসংঘের হিসাব বলছে, মহামারি অনন্ত ১৩ কোটি ১০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন ২০২০ সালে দুই দশমিক চার শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি করেছে এবং ২০২১ সালে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি করবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের গ্লোবাল ইকোনমিক মনিটরিং ব্রাঞ্চের প্রধান এবং প্রকাশিত প্রতিবেদনটির প্রধান লেখক হামিদ রশিদ সংবাদ সম্মেলনে বলেন, ২০২১ সালে বিশ্বের প্রবৃদ্ধির প্রায় ৩০ শতাংশই হবে চীনের মাধ্যমে। সত্যিই যদি তা হয় তবে তা চীনে পণ্য সরবরাহকারী আফ্রিকা, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের অনেক দেশের জন্য সহায়ক হবে।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, মার্কিন অর্থনীতি ২০২০ সালে ৩ দশমিক ৯ শতাংশ সঙ্কুচিত হওয়ার পর ২০২১ সালে ৩ দশমিক ৪ শতাংশ বাড়বে। জাপানের অর্থনীতি গত বছর ৫ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছে। এ বছর তা ৩ শতাংশ বৃদ্ধি পাবে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ২০২০ সালে অর্থনৈতিক সংকোচন হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। এ বছর ইউরোপ ৫ শতাংশ প্রবৃদ্ধি দেখবে।

উন্নয়নশীল দেশগুলো গত বছর ২ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক সংকোচনের মুখোমুখি হয়েছে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে দেশগুলোর অর্থনীতি ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।

আরও পড়ুন: 

দক্ষিণ এশিয়ায় কেবল বাংলাদেশের জিডিপি বাড়ছে: জাতিসংঘ

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

3h ago