নারায়ণগঞ্জে ২ ইটভাটা উচ্ছেদ, ৪টিকে ৩৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের তিন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটিকে উচ্ছেদ ও চারটিকে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
রাতে প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ইটভাটার মধ্যে বন্দরের বারপাড়া দশদোনা এলাকার মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-২ ও রূপগঞ্জের তারাবো কর্ণগোপ এলাকার মেসার্স এ এস বি ব্রিকস-১ নামের দুটি ইটভাটার চিমনি ভেঙে উচ্ছেদ করা হয়েছে।
বন্দরের হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-১, আড়াইহাজারের মেসার্স এমবি ব্রিকস ও মেসার্স জি এন ব্রিকস নামের ইটভাটা তিনটির প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তারাবোর কর্ণগোপ এলাকার মেসার্স এ এস বি ব্রিকস-২ নামের ইটভাটাটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এই ইটভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ছাড়া আবাসিক এলাকা, পৌরসভা ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন জায়গায় চালানো হচ্ছিল।
Comments