শ্রদ্ধা কাপুরের বিয়ের গুঞ্জন
এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ভারতীয় গণমাধ্যম জি নিউজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বন্ধু রোহন শ্রেষ্ঠাকে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি।
রোহন একজন সেলেব্রিটি ফটোগ্রাফার। সম্প্রতি বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের পর এই গুঞ্জন শুরু হয়েছে। তাদের বিয়েতে শুভেচ্ছা জানান রোহন। তার শুভেচ্ছা বার্তা পেয়ে পাল্টা প্রশ্ন করে বসেন বরুণ ধাওয়ান। শ্রদ্ধা কাপুর এবং তিনি এবার সাতপাকে বাঁধা পড়ার জন্য তৈরি কি না জানতে চান।
বরুণের সেই প্রশ্নটিই উসকে দিয়েছে শ্রদ্ধার বিয়ের আলোচনা। তবে বিষয়টি নিয়ে রোহন ও শ্রদ্ধা দুজনেই চুপ আছেন।
কয়েক বছর ধরেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে রোহন শ্রেষ্ঠার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। লকডাউনের মাঝেও এই দুজনকে বেশ কয়েকবার রাস্তাঘাটে একসঙ্গে ঘুরতে দেখা গেছে।
Comments