কৃষক বিদ্রোহ: ৮৬ পুলিশ আহত, ১৫ মামলা
ভারতে গত সেপ্টেম্বরে তিনটি বিতর্কিত কৃষি আইন পাশের বিরুদ্ধে প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র্যালিতে সহিংসতার অভিযোগে ১৫টি মামলা করেছে দিল্লি পুলিশ।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আটটি বাস ও ১৭টি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে। সহিংসতায় পুলিশের ৮৬ জন সদস্য আহত হয়েছেন।
পুলিশ বলছে, সংযুক্ত কিষান মোর্চা পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক করে এবং সেসময় তারা শান্তিপূর্ণ সমাবেশ করার প্রস্তাব দিয়েছিল।
কিন্তু গতকাল মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই সকাল ৮টায় সমাবেশ শুরুর পর সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেড ভেঙে কৃষকরা অননুমোদিত সড়কগুলোতে ট্রাক্টর নিয়ে টুকে পড়েন।
সকাল সাড়ে ৮টার দিকে ছয় থেকে সাত হাজার ট্রাক্টর সিংহু সীমান্তে জড়ো হয় এবং তারা প্রস্তাবিত সড়ক বাদ দিয়ে দিল্লির কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে বলে জানায় পুলিশ।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, গাজীপুর ও সিংহু থেকে আসা কৃষকদের একটি বিশাল বহর নয়াদিল্লি জেলায় যাওয়ার চেষ্টা করছিল, যেখানে পুলিশ সদর দপ্তর অবস্থিত।
পুলিশ তাদের থামাতে গেলে সহিংসতা ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
দিল্লিতে আধা-সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ অমিত শাহ’র
কৃষক বিদ্রোহ: ‘আমাদের বার্তা পৌঁছে দিয়েছি’
কৃষক বিদ্রোহ: দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
কৃষক বিদ্রোহ: দিল্লিতে সহিংস বিক্ষোভ, ট্রাক্টর উল্টে নিহত ১
কৃষক বিদ্রোহ: পুলিশ পেটাল, ছুঁড়ল কাঁদানে গ্যাস
কৃষক বিদ্রোহ: ব্যারিকেড ভেঙে দিল্লিতে
কৃষক বিদ্রোহ: ৩৬ শর্তে ট্রাক্টর র্যালির অনুমতি
কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঢুকতে পারবেন আন্দোলনকারীরা
কৃষক বিদ্রোহ: বিতর্কিত আইন স্থগিতের সিদ্ধান্ত
কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’
বিতর্কিত কৃষি আইন স্থগিত করল সুপ্রিম কোর্ট, ৪ সদস্যের কমিটি গঠন
কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ
কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে
কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান
কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে
কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’
ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন
কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান
Comments