দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
গতরাত ১০টার দিকে ফরক্কাবাদ ইউনিয়নের জয়নুল মুদিখানা সংলগ্ন দিনাজপুর-বোচাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, বোচাগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দিনের ছেলে মামুন হোসেন (৩০) এবং মোজামের ছেলে আনোয়ার (৩০)।
ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের যৌথ সহযোগিতায় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
Comments