চট্টগ্রাম সিটি নির্বাচন

পশ্চিম বাকলিয়ার একটি কেন্দ্রে ৪ ঘণ্টায় এক শতাংশ ভোট

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে পশ্চিম বাকলিয়ার একটি কেন্দ্রে চার ঘণ্টায় এক শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কানন দাশ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোট কম পড়া কেন্দ্রটি। ছবি: স্টার

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে পশ্চিম বাকলিয়ার একটি কেন্দ্রে চার ঘণ্টায় এক শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কানন দাশ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে চসিকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত পশ্চিম বাকলিয়ার বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রের ছয়টি পুলিং বুথে ৩০টি ভোট পড়েছে বলে জানান কানন দাশ।

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে চারটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ভোট কম পড়া কেন্দ্রটি নারী ভোটারদের জন্য। এখানে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৮৮৭।

কানন দাশ বলেন, ‘নারী ভোটারদের ভোট দেওয়ার হার খুবই কম।’

এই কেন্দ্রটিতে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন বা বিএনপি-সমর্থিত কাউন্সিলরপ্রার্থী আরিফুল ইসলামের কোনো এজেন্টকে দেখা যায়নি। পুলিং অফিসাররা বলেছেন, এই প্রার্থীদের কোনো এজেন্ট এসে পৌঁছায়নি বা তাদের কাছে যায়নি।

আরও পড়ুন:

জোর করে ভোট দিয়ে দেওয়ার অভিযোগ

জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী

পাথরঘাটায় ভোটকেন্দ্রে মারামারি, বিএনপি’র কাউন্সিলর প্রার্থী আটক

২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবক নিহত

ভোট গ্রহণ চলছে: ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago