চট্টগ্রাম সিটি নির্বাচন

বিএনপি’র কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন

কেন্দ্র দখলের অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ারা বেগম মণি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার দুপুরে নগরীর লালখানবাজার এলাকায় শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে রাস্তায় বসে তিনি প্রতিবাদ জানান।
Monowara_CTG_Election_27Jan.jpg
কেন্দ্র দখলের অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ারা বেগম মণি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ছবি: স্টার

কেন্দ্র দখলের অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ারা বেগম মণি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ বুধবার দুপুরে নগরীর লালখানবাজার এলাকায় শহীদনগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে রাস্তায় বসে তিনি প্রতিবাদ জানান।

মনোয়ারা বেগম মণি নগরীর ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

তিনি বলেন, ‘যারা নির্বাচনি পরিবেশ ঘোলাটে করতে চায়, তারা হামলা করেছে। তারা কেন্দ্র দখল করেছে। আমরা নির্বাচন বর্জন করছি। এই নির্বাচন আমরা মানি না। এটা অবিলম্বে স্থগিত করা হোক। আমরা কেউ ভোট দিতে পারিনি। ২০১৫ সালে নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হয়েছিলাম। আমি তিনবার নির্বাচিত হয়েছি। এবার কোনো কেন্দ্রে আমার কোনো এজেন্ট ঢুকতে পারেনি। কেন্দ্রর গেটে কাগজ কেড়ে ছিঁড়ে ফেলেছে। আওয়ামী লীগের ৫০ থেকে ৬০ জন কেন্দ্রের সামনে ছিল। আমিও ঢুকতে পারিনি। আমার বাড়ির সামনে দফায় দফায় হামলা হয়েছে।’

Comments