চসিক নির্বাচন

বিএনপি’র কাউন্সিলর প্রার্থীকে আটকের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও

CTG Thana-1.jpg
বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল বালীকে আটকের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও করেছেন তার সমর্থকরা। ছবি: ভিডিও থেকে নেওয়া/ স্টার

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন চলাকালে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে মারামারির ঘটনায় বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল বালীকে আটকের প্রতিবাদে কোতোয়ালি থানা ঘেরাও করেছেন তার সমর্থকরা।

এসময় বালীকে দ্রুত মুক্তি দিতে থানা ঘেরাওকারী সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়।

আজ বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তাকে আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।

পরে নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ইভিএম মেশিন ভাঙচুর ও সহিংসতার অভিযোগে ৩৪ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

Comments