ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন শুরু
করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে আজ বুধবার থেকে ‘সুরক্ষা’ নামের মোবাইল ও ওয়েবভিত্তিক অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। অর্থাৎ, যারা ভ্যাকসিন নিতে পারবেন, তাদেরকে অনলাইনে নিবন্ধ করতে হবে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
তিনি জানান, আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইডলাইন অনুযায়ী সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী; বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা; আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; সামরিক ও আধা-সামরিক বাহিনীর সদস্য; রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কর্মকর্তা-কর্মচারী; গণমাধ্যমকর্মী; নির্বাচিত জনপ্রতিনিধি; ধর্মীয় প্রতিনিধিগণ (সকল ধর্মের); মরদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি; জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী; রেল, বিমান ও নৌ বন্দরের কর্মকর্তা-কর্মচারী; ব্যাংক কর্মকর্তা-কর্মচারী; প্রবাসী অদক্ষ শ্রমিক; জাতীয় দলের খেলোয়াড়; ফাস্ট ট্র্যাক-ভুক্ত প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এবং ৫৫ বছর ও তদুর্ধ্ব সকল নাগরিক কোভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য সুরক্ষা অ্যাপে (surokkha.gov.bd) অনলাইন নিবন্ধন করতে পারবেন।
Comments