চট্টগ্রাম সিটি নির্বাচন

নির্বাচন আ. লীগের সঙ্গে নয়, পুলিশের সঙ্গে হয়েছে: বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন

ছবি: স্টার

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হয়নি, হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে বিএনপির— এমন মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নির্বাচনে অনিয়ম নিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করার পর তিনি গণমাধ্যমকে এ কথা বলেছেন।

ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘ভোটের সাত দিন আগে চট্টগ্রাম শহরে যে কর্মকাণ্ডগুলো হয়েছে— ধরপাকড়, মিথ্যা মামলা, গায়েবি মামলা… আমি বার বার বলেছি— এ নির্বাচনটা আমাদের সঙ্গে আওয়ামী লীগের হয়নি, এই নির্বাচন আমাদের সঙ্গে পুলিশ প্রশাসনের হয়েছে।’

‘মনে হয়েছে, পুলিশের উৎসাহী কর্মকর্তারা কিভাবে নির্বাচনটা দ্রুত (শেষ) করে আওয়ামী লীগকে জিতিয়ে দিবে। এই চিন্তাই যেন তাদের মধ্যে কাজ করেছে।’

বিএনপি প্রার্থী আরও বলেছেন, ‘আমাদের এজেন্টদের যখন মেরে বের করে দিচ্ছিল, তখন সব এজেন্টরা যখন তাদের কাছে অভিযোগ নিয়ে গিয়েছিল প্রশাসনের পুলিশ কর্মকর্তারা এ নিয়ে কোনো কথা বলেনি। তারা বলেছে, আমরা কিছুই করতে পারব না।’

Comments

The Daily Star  | English

5 more advisers to be sworn in today

The oath-taking will take place at the Darbar Hall of the Bangabhaban at 7:00pm

46m ago