দেশে প্রথম ভ্যাকসিন নিলেন যারা
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন পাঁচ জন।
আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ভ্যাকসিন নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কোস্তা, ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল জোনের ট্রাফিক পুলিশ মো. দিদারুল আলম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
বিকাল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।
Comments