করোনায় দারিদ্র্য বৃদ্ধির তথ্য অযৌক্তিক: অর্থমন্ত্রী
কোভিড-১৯ মহামারিতে দেশে দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার যে তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম তার পুরোটাই অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রকৃত অবস্থার সঙ্গে পুরো চিত্রটাই বিকৃত বলে আমি মনে করি।’
গত ২৩ জানুয়ারি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং (সানেম) সারাদেশে নভেম্বর ও ডিসেম্বরে টেলিফোনে জরিপ চালিয়ে দারিদ্র হার ৪২ শতাংশ বলে তথ্য প্রকাশ করে। সরকারের প্রক্ষেপণ অনুয়ায়ী ২০১৯ এর ডিসেম্বরে দেশে দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৪ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা গ্রামে যাচ্ছেন আপনাদের ধারণা কি দেশে গরিব বেড়েছে? কি আজব কথাবার্তা! করোনার কারণে কেউ না খেয়ে নেই। যারা যে কাজ করত আমরা তা ফেরত দিয়েছি।’
সরকারের হিসাবে এখন দারিদ্র্যের হার কত? প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যখন পরের জরিপ করবে তখন জানা যাবে।
আরও পড়ুন:
দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ, সর্বোচ্চ রংপুর রাজশাহীতে: সানেম
Comments