পাবনা পৌরসভা নির্বাচন: বিএনপি প্রার্থীর ১৮ দফা ইশতেহার

পৌরসভা নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বিএনপির সব নেতারা এক হয়ে ইশতেহার ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নুর মোহাম্মাদ মাসুম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

আজ বুধবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

এসময় নির্বাচনের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বিএনপি প্রার্থী নুর মোহাম্মদ মাসুম।

দীর্ঘদিন ধরে পাবনা জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুটি গ্রুপ আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করলেও পৌরসভা নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে দলটির সব নেতারা এক হয়ে ইশতেহার ঘোষণা করেন।

বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে- জলাবদ্ধতা মুক্ত পৌরসভা গঠন করা, মশক নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গৃহকর সরলীকরণ ও নিম্ন আয়ের পৌরবাসী- বীর মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারের করমুক্ত আবাসন ব্যবস্থা, অসহায়দের পুনর্বাসন, পরিচ্ছন্ন পৌরসভা, উন্নত যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়ন, পৌরসভার বিভিন্ন সড়কে যানজট নিরসন, শ্রমজীবীদের দীর্ঘমেয়াদী কিস্তিতে আবাসন সুবিধা, ভাসমান হকারদের সুবিধামত জায়গায় পুনর্বাসন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা, নগরবাসীর সুবিধার্থে নারী-পুরুষের জন্য আলাদা আধুনিক পাবলিক টয়লেট স্থাপন, সাম্য সম্প্রীতির পাবনা গড়ে তোলা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আর্থিক ও অন্যান্য সুবিধা বৃদ্ধি, আইটি পার্ক স্থাপন, পৌর এলাকার সকল রাস্তায় দৃষ্টিনন্দন আলোর ব্যবস্থা, দুর্গন্ধমুক্ত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক সংসদ সদস্য ও যুগ্ম আহবায়ক একেএম সেলিম রেজা হাবিবসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal to export 40 MW power to Bangladesh via Indian grid from today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

1h ago