নির্ধারিত দিনে সবার আগেই ভ্যাকসিন নেব: অর্থমন্ত্রী
ভ্যাকসিন প্রাপ্তিতে সরকারের নির্ধারণ করে দেওয়া সময় অনুযায়ী যেদিন ভ্যাকসিন পাওয়ার কথা সেদিন সবার আগে তা নেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে দিয়ে ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন হওয়ার পর আজ এ কথা বলেন তিনি।
এর আগে, বিভ্রান্তি দূর করতে প্রয়োজনে সবার আগে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠক শেষে গত বুধবার তিনি বলেছিলেন, ‘আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে।’
আজ একই কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, সরকারের নীতিমালার মধ্যেই তিনি আগে ভ্যাকসিন নিতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি একা বললে তো হবে না, তার আগে একটা ডেট সেটেল হতে হবে।’
দেশব্যাপী ২০টি ক্ষেত্রের প্রায় এক কোটি ৬৭ লাখ মানুষ অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন পাবেন বলে আজ সকালে সংসদীয় অধিবেশনে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসাকর্মীসহ মহামারি মোকাবিলায় সম্মুখসারির কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সংক্রমিত হওয়ার ঝুঁকি বিবেচনায় টিকা প্রদানে অগ্রাধিকার দেওয়ার প্রসঙ্গে আজ অর্থমন্ত্রী বলেন, ‘একটা ক্লাস্টার তৈরির কাজ চলছে। বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে চলছে।’
‘আমার নির্ধারিত সময় কখন আসবে জানি না। যেদিন আসবে সেদিন সবার আগে ভ্যাকসিন নেব,’ উল্লেখ করেন অর্থমন্ত্রী।
ব্রিফিংয়ের পর দ্য ডেইলি স্টারকে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য একটা সময় নির্ধারণ করা হচ্ছে। সেই সময় অর্থনীতিবিদসহ বিশিষ্ট জনেরাও নিতে পারবেন।’
Comments