৪০তম বিসিএস: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০,৯৬৪ জন

৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ১০ হাজার ৯৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। আজ বুধবার বিকেলে কমিশনের বিশেষ সভায় অনুমোদনের পর এই ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
পিএসসি,  সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন,
ফাইল ফটো

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ১০ হাজার ৯৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। আজ বুধবার বিকেলে কমিশনের বিশেষ সভায় অনুমোদনের পর এই ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন দ্য ডেইলি স্টারকে জানান, কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়া টেলিটকের মাধ্যমেও মেসেজ দিয়ে ফল জানা যাবে। ১৬ ফেব্রুয়ারি থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।

সরকারের বিভিন্ন পদে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার কর্মকর্তা নেওয়ার জন্য ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন।

২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী তাতে অংশ নেন। এরপর ওই বছরের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের জানুয়ারিতে লিখিত পরীক্ষা হলেও করোনার কারণে ফলাফল আটকে ছিল।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনসহ এই বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

Comments

The Daily Star  | English
Dhaka Metro rail transported 3.35 lakh commuters since opening

Metro rail: Dhaka University and Bijoy Sarani stations to open Dec 13

The Dhaka University and Bijoy Sarani stations of the metro rail service will open for public on December 13

28m ago