সেরা পাঁচে ঢুকবেন ভাবতেই পারেননি মিরাজ
আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজের বিপক্ষে দারুণ বোলিং করায় এক লাফেই নয় ধাপ এগিয়ে চলে এসেছেন চার নম্বর অবস্থানে। আর শীর্ষ পাঁচে ঢুকে যেন নিজেকেই বিশ্বাস করতে পারছেন না এ অফ স্পিনার। আইসিসির ওয়ানডে বোলারদের সেরা পাঁচে ঢুকতে পারবেন এমনটা ভাবতেই পারেননি তিনি।
আর ভাববেনই বা কি করে? উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা নিয়েই শঙ্কা ছিল মিরাজের। এর আগে সময়টা ভালো যাচ্ছিল না। সেই ২০১৯ বিশ্বকাপ থেকে দুঃসময় শুরু। ঘরের মাঠে এসেও সুসময় ফিরছিল না। তবে উইন্ডিজের বিপক্ষে পূর্ব সাফল্য ভালো থাকায় আরও একবার সুযোগ দেওয়া হয় এ স্পিনারকে। আর সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগান। হয়ে যান সিরিজ সেরা বোলার। ৩ ম্যাচে ১০.২৮ গড়ে ৭টি উইকেট পেয়েছেন মিরাজ। রান দেওয়াতেও কৃপণ ছিলেন বেশ। ওভার প্রতি রান দিয়েছেন ২.৭০ করে।
আর সেরা পাঁচে ঢুকে দারুণ উচ্ছ্বসিত মিরাজ বলেন, 'আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি আসলে চিন্তাও করতে পারিনি সেরা পাঁচে থাকতে থাকব। আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই লাগছে যখন শুনতে পেরেছি এবং সবাই যখন সতীর্থরা শুভেচ্ছা জানিয়েছে এবং খুব ভালো লাগছে।'
বাংলাদেশ জাতীয় দলে শুরুতে টেস্ট ক্রিকেটের জন্য তৈরি করা হয়েছিল মিরাজকে। আর শুরুটাও ছিল দুর্দান্ত। ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়েই অভিষেক হয় তার। দুই টেস্টেই পান ১৯ উইকেট। পরে ওয়ানডে ক্রিকেটের জন্যও নিজেকে প্রস্তুত করেন। মাঝে সময়টা ভালো না গেলেও আবার ছন্দে ফিরেছেন। এবার তো আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা পাঁচেই জায়গা করে নিলেন এ স্পিনার।
ওয়ানডে ক্রিকেটের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন তা জানিয়ে মিরাজ বলেন, 'দেখেন যখন আমি টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি আমার চিন্তা ছিল যে শুধু আমি লাল বলেই খেলব না, সাদা বলেও খেলব। কিন্তু আমি নিজেকে ওইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। চেষ্টা করেছি ওয়ানডে ক্রিকেট খেলতে হলে কিভাবে ভালো করতে হবে এবং আমার কোন কোন জায়গায় উন্নতি করতে হবে। চিন্তা করেছি ওয়ানডে ক্রিকেট খেলতে হলে আমার বোলিং ইকোনমিটা ঠিক রাখতে হবে এবং ব্রেক থ্রু দিতে হবে যখন দলের প্রয়োজন।'
Comments