তৃতীয় দফায় রোহিঙ্গারা ভাসানচরে যাচ্ছে বৃহস্পতিবার
উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি দল নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে কাল বৃহস্পতিবার।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অবস্থিত ছয়টি রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ২০৪ পরিবারের ৮৫৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আজ সন্ধ্যায় নিয়ে আসা হয়েছে। যেসব রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক তাদের ২০টি বাসে ওইসব শিবির থেকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয় বিকাল থেকে। সেখানে রোহিঙ্গারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও রোহিঙ্গা শিবিরে কর্মরত কর্মকর্তাদের ব্যবস্থাপনায় আছেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত মহাপরিদর্শক মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভাসানচরের উদ্দেশে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গারা কাল বৃহস্পতিবার সকালে যাত্রা করবে। প্রথমে তাদের চট্টগ্রামে রাখা হবে। শুক্রবার সকালে তাদের নৌ বাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম থেকে নৌ পথে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।'
গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১৬৪২ জন এবং দ্বিতীয় দফায় গত ২৯ ডিসেম্বর ১৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
Comments