চসিক নির্বাচনে রেজাউল করিম নির্বাচিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
মো. রেজাউল করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান আজ রাতে ১টা ৪০ মিনিটের দিকে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ২২ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন এই নির্বাচন কর্মকর্তা।

তিনি জানান,  আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

এর আগে, বুধবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন রেজাউল করিম চৌধুরী। তার বাড়ির পাশের কেন্দ্র এটি। সে সময় তার সঙ্গে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ অন্য নেতারা ছিলেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে।’

বুধবার সকাল ৮টায় শুরু হওয়া নির্বাচন বিকাল ৪টায় শেষ হয়। নির্বাচনে একজনের মৃত্যু, এক মেয়র প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন, ইভিএম মেশিন ভাঙচুর এবং বিভিন্নস্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago