অনায়াস জয়ে কোপা ইতালিয়ার সেমিতে রোনালদোবিহীন জুভেন্টাস

ম্যাচের দুই অর্ধে দুবার করে স্পালের জালে বল জড়ায় জুভেন্টাস।
juve
ছবি: টুইটার

ম্যাচের দুই অর্ধে দুবার করে স্পালের জালে বল জড়াল জুভেন্টাস। দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই কোপা ইতালিয়ার সেমিফাইনালে জায়গা করে নিল তারা।

বুধবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে আসরের কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে জেতে আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।

পর্তুগিজ তারকা রোনালদোকে বিশ্রামে রাখলেও গোটা ম্যাচে বল দখলে প্রাধান্য দেখানোর পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখায় জুভরা। তারা প্রতিপক্ষের গোলমুখে মোট ২৪টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে ছিল ১২টি।

একপেশে ম্যাচের ১৬তম মিনিটে স্পট-কিক থেকে স্বাগতিকদের এগিয়ে নেন আলভারো মোরাতা। ৩৩তম মিনিটে জুভেন্টাসের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন জিয়ানলুকা ফাব্রোত্তা।

ম্যাচের শেষদিকে ইতালির পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের দলটির দশা হয় আরও করুণ। ৭৮তম মিনিটে দেয়ান কুলুসেভস্কিকে গোলের যোগান দেওয়ার পর নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেই লক্ষ্যভেদ করেন ফেদেরিকো চিয়েসা।

আগামী ৩ ফেব্রুয়ারি কোপা ইতালিয়ার সেমিতে ইন্টার মিলানের মুখোমুখি হবে জুভেন্টাস।

কিছুদিন আগে সিরি আতে পরস্পরকে মোকাবিলা করেছিল দল দুটি। সেখানে ইন্টারের কাছে ২-০ গোলে হেরেছিল তুরিনের বুড়িরা।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago