খুলনায় সাপের বিষসহ আটক ৩

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় সাপের বিষসহ তিন জনকে আটক করেছে র‌্যাব-৬। আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিন জন হলেন— পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম পরামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরে রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক টিম আজ সকাল ৬টায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিন জনকে আটক করে। সে সময় তাদের কাছ থেকে সিল করা ছয়টি বোতলে ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়।’

‘আটক তিন জনকে র‌্যাব-৬ এর সদর দপ্তরে আনা হয়েছে। তারা যশোর ও পাবনা এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু তথ্য দিয়েছেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’, বলেন র‌্যাবের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago