অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে: রেজাউল করিম চৌধুরী
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন 'অবাধ ও নিরপেক্ষ' হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সদ্য বিজয়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বহদ্দারহাটে তার নির্বাচনী প্রচারণা কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি।
রেজাউল বলেন, 'আমি আনন্দিত যে মানুষ আমাকে এত ভালবাসে। তারা আমাকে সম্মান ও মর্যাদা দিয়েছে। আমি অঙ্গীকার করছি, জনগণের সেবা করার যথাসাধ্য চেষ্টা করব। মানুষের ভালবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।'
নগরবাসীর সঙ্গে পরামর্শ করে তিনি নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন বলেও আশ্বাস দেন।
তিনি বলেন, 'আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, কখনই কোনও অবিচার ও অন্যায় কাজে ক্ষমতার ব্যবহার করব না। আমরা জনগণের কল্যাণে কাজ করে যাব।'
'লোভের কারণে নৈতিক অবস্থান থেকে এক ইঞ্চিও বিচ্যুত হবো না,' যোগ করেন তিনি।
ভোটের পরিবেশ সম্পর্কে রেজাউল বলেন, 'কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বুধবার একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ হয়।'
নির্বাচনে কম ভোটারের উপস্থিতি নিয়ে তিনি বলেন, 'কর্মজীবী মানুষ ভোট দেওয়ার চেয়ে কাজ করতে বেশি আগ্রহী। তাছাড়া, নির্বাচনের দিন সরকারি ছুটি না থাকায় ভোট কম পড়েছে।'
তিনি বলেন, 'বিশ্বের এমন কোনও দেশ নেই যেখানে ১০০ বা ৯০ শতাংশ ভোট পড়ে।'
'গণতন্ত্রে যে সবচেয়ে বেশি ভোট পায়, তিনি বিজয়ী,' বলেন রেজাউল।
Comments