রূপপুরে বিদেশি কর্মীদের জন্য রুশ ভ্যাকসিন আমদানির অনুমতি

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত তিন দেশের নাগরিকদের জন্য রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক-৫ আমদানি ও ব্যবহারে অনাপত্তিপত্র দিয়েছে সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ কাজ। স্টার ফাইল ছবি

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত তিন দেশের নাগরিকদের জন্য রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক-৫ আমদানি ও ব্যবহারে অনাপত্তিপত্র দিয়েছে সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর।

এক হাজার জনের জন্য ভ্যাকসিন আমদানির অনুমতি দেওয়া হলেও এতে তিনটি শর্ত দিয়েছে অধিদপ্তর।

শর্তে বলা হয়েছে, রুপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ান স্টেট এটমিক এনার্জি করপোরেশনে (রোসাটম) কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকরাই কেবল ভ্যাকসিনটি নিতে পারবেন। ভ্যাকসিন গ্রহীতার শরীরে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে রোসাটমকেই তার দায় বহন করতে হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আগামী ছয় মাস পর এই অনাপত্তিপত্র বাতিল হয়ে যাবে।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago