শীর্ষ খবর
তৃতীয় দফায় স্থানান্তর

চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে ১৭৭৮ রোহিঙ্গা

তৃতীয় দফায় এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে নিয়ে যেতে চট্টগ্রাম থেকে রওনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজে করে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দেওয়া হয়।
জাহাজে করে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হচ্ছে। ছবি: মোহাম্মদ আল-মাসুম মোল্লা

তৃতীয় দফায় এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে নিয়ে যেতে চট্টগ্রাম থেকে রওনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজে করে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দেওয়া হয়।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক বিষয়টি জানিয়েছেন।

এর আগে, ভাসানচরে নেওয়ার উদ্দেশ্যে গতকাল এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। গতকাল রাতে তারা সেখানেই অবস্থান করেছেন।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামসুদ্দৌজা গতকাল দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার ও শনিবার, এই দুই দিনে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক প্রায় তিন হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন এবং ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জনসহ ৪০৬ পরিবারের মোট তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

তৃতীয় দফায় ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গারা

চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ১,৬৪২ রোহিঙ্গা

ভাসানচরে প্রথম রোহিঙ্গা শিশুর জন্ম

Comments

The Daily Star  | English
Bangladesh Public Administration Ministry's Logo

2 deputy commissioners among 3 transferred ahead of polls

The Ministry of Public Administration today announced transfers of at least three government officials, including two deputy commissioners, ahead of the upcoming national parliamentary election

2h ago