৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

Paturia ferry
পাটুরিয়াঘাট। ছবি: স্টার ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়। মধ্যরাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার পড়তে শুর করে। মধ্যরাত ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।’

‘ওই সময় যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘পরে কুয়াশা কেটে গেলে আজ সকাল ৯টায় ফেরি চলাচল আবার চালু হয়।’

এ দিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Comments