ঘন কুয়াশায় ঢাকা ও সিলেটের দুটি ফ্লাইটের চট্টগ্রামে অবতরণ
ঘন কুয়াশার কারণে ঢাকা ও সিলেটে নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। আজ শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক ফরহাদ হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কুয়ালালামপুর থেকে ১৩৮ জন যাত্রী নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট সকাল ৭টা ২৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ২৬২ জন যাত্রী নিয়ে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। আবহাওয়ার উন্নতি হলে সেটিও সকাল সাড়ে ৮টায় সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।’
Comments