এইচএসসির ফল প্রকাশ আগামীকাল

২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। আগামীকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ২৩ জুলাই ২০১৭। ছবি: প্রবীর দাশ/স্টার ফাইল ফটো

২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। আগামীকাল সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হবে।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল ঘোষণা অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, গত বছরের ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে না। জেএসসি ও এসএসসির ফলাফল মূল্যায়ন করে এইচএসসি পরীক্ষার্থীদের ফল দেওয়া হবে।

সর্বশেষ গত ২৪ জানুয়ারি পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক (এইচএসসি), কারিগরি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে আইন পাস হয়েছে।

আরও পড়ুন:

পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে আইন পাস

এইচএসসি পরীক্ষা: আর কোনো বিকল্প ছিল না?

এবছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা

২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফলাফল

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

26m ago