তৃতীয় দফায় ভাসানচর পৌঁছেছেন ১৭৭৮ রোহিঙ্গা

তৃতীয় দফায় এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গা নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে তারা সেখানে পৌঁছান।
তৃতীয় দফায় ভাসানচরে পৌঁছেছেন রোহিঙ্গারা। ছবি: মোহাম্মদ আল-মাসুম মোল্লা

তৃতীয় দফায় এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গা নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে তারা সেখানে পৌঁছান।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক বিষয়টি জানিয়েছেন।

ভাসানচরে পৌঁছানো পর রফিকুল্লাহ নামে এক রোহিঙ্গা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখানে এসে খুশি হয়েছি। বাংলাদেশ সরকার আমাদের জন্য সুন্দর এই জায়গার ব্যবস্থা করেছেন। সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই।’

এর আগে, ভাসানচরে নেওয়ার উদ্দেশ্যে গতকাল এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামে আনা হয়। গতকাল রাতে তারা সেখানেই অবস্থান করেছেন। পরে আজ সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে জাহাজে করে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দেওয়া হয়।

তৃতীয় দফায় ভাসানচরে পৌঁছানোর পর রোহিঙ্গাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ছবি: মোহাম্মদ আল-মাসুম মোল্লা

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামসুদ্দৌজা গতকাল দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার ও শনিবার, এই দুই দিনে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক প্রায় তিন হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন এবং ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জনসহ ৪০৬ পরিবারের মোট তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দেশে ১৭৭৮ রোহিঙ্গা

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago