ভালো শুরুর পর চাপে ক্যারিবিয়ানরা
সকালে দুই ওপেনার দারুণ সূচনা এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলকে। লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। তবে লাঞ্চের পর তাদের দারুণভাবে চেপে ধরে বিসিবি একাদশ। বিশেষ করে, লেগ স্পিনার রিশাদ হাসান ও পেসার সৈয়দ খালেদ আহমেদের তোপে পড়ে দলটি। তবে এক প্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তার ব্যাটেই ভালো পুঁজি গড়ার পথে রয়েছে সফরকারীরা।
শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে তিন দিনের ম্যাচে প্রথম দিনের চা বিরতি পর্যন্ত ৬ উইকেটে ১৮৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
সকালের মতো মধ্যাহ্ন বিরতির পরও শুরুটা খারাপ ছিল না ক্যারিবিয়ানদের। দারুণ দুটি বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন শাইনি মোসলে। তবে অসাধারণ এক ডেলিভারিতে তাকে আউট করেন রিশাদ। ক্যারিবিয়ানদের বিপদ শুরু হয় তখন থেকেই। রিশাদের ফ্লিপারে ঠিকভাবে খেলতে পারেননি মোসলে। বল প্যাডে লেগে স্টাম্প ভাঙে। ব্যক্তিগত ১৫ রানে বিদায় নেন এ টপ অর্ডার ব্যাটসম্যান।
এরপর স্কোরবোর্ডে ৩ রান যোগ করতে ফিরে যান এনক্রুমাহ বনারও। খালেদের বাড়তি বাউন্সের বলটি জায়গায় দাঁড়িয়ে খোঁচা মারতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা ব্যাটসম্যান জার্মেইন ব্লাকউডও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। অবশ্য উইকেটে নেমেই স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন। আউট হয়েছেন রিশাদের বাজে একটি বলে। তার শর্ট বলে পুল করতে চেয়েছিলেন ব্লাকউড। কিন্তু ব্যাটে বল ঠিকভাবে সংযোগ ঘটলে বল উঠে যায় আকাশে। সহজ ক্যাচ তালুবন্দি করতে কোনো ভুল করেননি ইয়াসির আলি।
ব্লাকউডের উইকেটের ধাক্কার রেশ না কাটতেই আউট হয়ে যান কেভাম হজ। খালেদের লাফিয়ে ওঠা বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফলে ১৩১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভাকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক ব্র্যাথওয়েট। ৩৪ রানের একটি ছোট জুটিও করেছিলেন তারা। তবে ব্যক্তিগত ২০ রানে সাইফ হাসানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লংঅনে ধরা পড়েন রিশাদের হাতে।
সপ্তম উইকেটে কাইল মেয়ার্সকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ব্র্যাথওয়েট। এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ২৫ রানের জুটি গড়েছেন তারা। তবে এরমধ্যে ২০ রানই আসে মেয়ার্সের ব্যাট থেকে। অপর প্রান্তে ব্র্যাথওয়েট দেখে শুনেই ব্যাট করছেন। এক প্রান্ত আগলে ধরে ব্যাটিং করছেন ৭২ রানে। ১৪৪ বলের ইনিংসে ৯টি চার মেরে অপরাজিত রয়েছেন তিনি।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন খালেদ। ৩৯ রানের খরচায় পান ২টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন রিশাদও।
এর আগে সকালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। জন ক্যাম্পবেলকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ৬৭ রানের জুটি গড়েন অধিনায়ক। এ জুটি ভাঙেন শাহাদাত হোসেন দিপু। ৭৩ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৪ রান করে আউট হন ক্যাম্পবেল।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিনের চা বিরতি পর্যন্ত)
ওয়েস্ট ইন্ডিজ: ৫৬ ওভারে ১৮৬/৬ (ব্র্যাথওয়েট ৭২*, ক্যাম্পবেল ৪৪, মোসলে ১৫, বনার ২, ব্ল্যাকউড ৯, হজ ০, ডি সিল্ভা ২০, মেয়ার্স ২০*; খালেদ ২/৩৯, মুগ্ধ ০/২৮, শাহিন ০/২৮, দিপু ১/২৯, রিশাদ ২/৪৫, সাইফ ১/১৫)।
Comments