নাটোরে শুরু হলো জাতীয় ‘সেপাক টাকরো’ সুপার সিরিজ

থাইল্যান্ডের ভীষণ জনপ্রিয় সেপাক টাকরো বাংলাদেশে তুলনামূলক নতুন একটি খেলা।
sepak takraw
ছবি: বুলবুল আহমেদ

বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের আয়োজনে নাটোরে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো সুপার সিরিজ। চতুর্থবারের মতো আয়োজিত এ আসরে অংশ নিচ্ছে মোট দশটি দল।

শুক্রবার দুপুরে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

থাইল্যান্ডের ভীষণ জনপ্রিয় সেপাক টাকরো বাংলাদেশে তুলনামূলক নতুন একটি খেলা। এটি কিক ভলিবল নামেও পরিচিত। কোর্ট ব্যাডমিন্টনের আকারের, নেট ভলিবলের মতো। হাতের পরিবর্তে খেলোয়াড়রা পা, হাঁটু ও মাথা দিয়ে বল স্পর্শ করতে পারেন।

এবারের সুপার সিরিজে অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা, সাতক্ষীরা, নাটোর, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, মৌলভীবাজার, নীলফামারী, বগুড়া, খুলনা ও সিরাজগঞ্জ।

বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রাকিব উদ্দিন চপল বলেন, ‘দিন দিন এই খেলাটি জনপ্রিয়তা পাচ্ছে। কারণ, এটির জন্য ছোট একটি মাঠের প্রয়োজন।’

সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান বলেন, ‘যুবকদের মাদক থেকে দূরে রাখতে এসব খেলা ভূমিকা রাখবে।’

আগামীকাল শনিবার বিকালে ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

5h ago