কৃষক বিদ্রোহ: হরিয়ানার আরও ১৪ জেলায় ইন্টারনেট বন্ধ
আগামী ৩০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ১৪টি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে একটি আদেশ জারি করেছে ভারতের হরিয়ানা সরকার। এ নিয়ে মোট ১৭ জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করল রাজ্যটির সরকার।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।
এই ১৪টি জেলা হলো- আম্বালা, যমুনা নগর, কুরুক্ষেত্র, কার্নাল, কৈথাল, পানিপথ, হিসার, জিন্দ, রোহতক, ভবানী, চরখি দাদরি, ফতেহাবাদ, রেওয়ারি এবং সিরসা।
আদেশ অনুযায়ী, এসব এলাকায় শুধুমাত্র ভয়েস কলের অনুমোদন দেওয়া হবে।
এর আগে, সোনিপথ, পালওয়াল এবং ঝাজ্জড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল হরিয়ানা সরকাল।
দিল্লি এবং পার্শ্ববর্তী রাজ্যে চলমান কৃষক বিদ্রোহের পরিপ্রেক্ষিতে এই বন্ধের আদেশ এসেছে বলে জানায় ইন্ডিয়া টুডে।
Comments