ভূঞাপুর পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূঞাপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের আনোয়ার হোসেনের সমর্থিতরা ভোট কক্ষ আটকিয়ে জাল ভোট দেওয়া শুরু করে। পরে বিষয়টি নিয়ে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ করে। এক পর্যায়ে জাহিদুলের এজেন্টসহ সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়। সেসময় আনোয়ার গ্রুপের লোকজন জাহিদুল ইসলামের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জাহিদুল ও আনোয়ার হোসেন, উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হয়।
তারা আরও জানান, সংঘর্ষ চলাচলকালীন কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবার ভোটগ্রহণ শুরু হয়।
পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কুতুবপুর কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা শাহীনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৩০-৩৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।’
উল্লেখ্য, তৃতীয় ধাপের পৌর নির্বাচনে টাঙ্গাইলের পাঁচটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
Comments