শিবগঞ্জ পৌর নির্বাচন

অনিয়ম, ভোট ডাকাতির অভিযোগে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

কেন্দ্র দখল করে ভোটাদের কাছ থেকে জোর করে ভোট নেওয়া এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়ার শিবগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন।
Bogra_Election_30Jan21.jpg
কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়ার শিবগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন। ছবি: স্টার
কেন্দ্র দখল করে ভোটাদের কাছ থেকে জোর করে ভোট নেওয়া এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়ার শিবগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন।
 
আজ শনিবার সকাল সাড়ে ১২টায় শিবগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেন।
 
মতিয়ার রহমান বলেন, ‘প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে আওয়ামী লীগ প্রার্থীর এক দল লোক সবুজ টুপি পরে অবস্থান নিয়েছে। তারা বিএনপির ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিচ্ছে। যারা কেন্দ্রে প্রবেশ করছে নৌকার এজেন্টরা তাদের জোর করে নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করছে। ১১টি কেন্দ্র থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে আমার সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেককে মারধর করা হয়েছে। তাই আমি এই ভোট বর্জন করতে বাধ্য হলাম।’

Comments

The Daily Star  | English

Harris goes on offense against Trump in combative debate

A former prosecutor, Harris, 59, appeared to get under the former president's skin with a series of sharp attacks, prompting a visibly angry Trump to deliver a stream of falsehood-filled retorts.

2h ago