টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় লিটনের

ছবি: ফিরোজ আহমেদ

ওয়ানডে সিরিজে বেশ দুর্বল দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই দলটির বিপক্ষেও ভালো কিছু করতে পারেননি বাংলাদেশ দলের অন্যতম টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তবে টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে বেশ ধুঁকতে দেখা গিয়েছিল লিটনকে। ৩৮ বল মোকাবেলা করেও স্বাচ্ছন্দ্য খুঁজে পাননি। পরে আকিল আহমেদের বলে ডিফেন্স করতে গিয়েও বোল্ড হয়ে যান। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য কিছুটা সাবলীল ছিলেন। বেশ কিছু দারুণ শটও খেলেছিলেন। কিন্তু আবারও আউট হয়েছেন ওই আকিলের বলে। এবার অবশ্য ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে পড়েন এলবিডাব্লিউর ফাঁদে। আর চট্টগ্রামে তো রানের খাতাই খুলতে পারেননি।

তবে পুরনো সব কিছু ভুলে টেস্ট সিরিজে নতুন শুরু করতে চান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান, 'অনেক দিন পর টেস্ট ক্রিকেট খেলছি। টেস্ট ক্রিকেট তো সম্পূর্ণ অন্য রকম একটা জিনিস। অনুভূতিই অন্য রকম দেশের হয়ে টেস্ট খেলার। ওয়ানডে আমি ভালো করতে পারিনি, এটা সম্পূর্ণ আলাদা সংস্করণ। আমি চাচ্ছি না সেই বিষয়টি নিয়ে চিন্তা করতে। এখানে আমার নতুন রোল, চেষ্টা করব এখানে যে রোলটা সেটা ভালো করে করার জন্য' 

তবে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে খেলতে নামায় কাজটা সহজ হবে না বলে মনে করেন লিটন, 'টেস্টে ক্রিকেটে অনেক দিন পর খেলতে নামছি। অবশ্যই কঠিন হবে। ওদের খুব ভালো পেস অ্যাটাক আছে এবং স্পিনও আছে। পরিস্থিতিটা নির্ভর করবে অনেক কিছুর ওপরে। ভালো পারফরম্যান্স করার জন্য অনেক সময় উইকেটে ব্যয় করতে হবে। পাশাপাশি পরিস্থিতিগুলোও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সেটা বোলিং পাই, ব্যাটিং পাই, বড় বড় পার্টনারশিপ, বোলিংয়ে পার্টনারশিপ, ব্যাটিংয়ে পার্টনারশিপ হলে জিনিসগুলো আমাদের পক্ষে আসবে।'

নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিবকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে বাংলাদেশ। কুঁচকির ইনজুরিতে তার দলে থাকা নিয়ে শঙ্কা ছিল। এ অলরাউন্ডারের উপস্থিতি বাড়তি প্রেরণা দিবে বলে মনে করেন এ তারকা, 'সাকিব ভাই একটা ভাইটাল রোল প্লে করে সব সময় ম্যাচের মধ্যে। উনি থাকলে আমাদের ব্যাটিং ও বোলিং দুই দিক দিয়েই সুবিধা হয়। আমরা সবাই আগ্রহী ভালো ক্রিকেট খেলার জন্য। এবং যথেষ্ট পরিমাণ ক্ষুধা রয়েছে প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে। অনেক দিন পর (টেস্ট) ক্রিকেট খেলব তাই আশা করি ভালো কিছু হবে।'

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন করে টাইগাররা। আর অনুশীলনে এদিন বেশ ঘাম ঝরিয়েছেন লিটন। নেটে ব্যাট করার পাশাপাশি লম্বা সময় উইকেটকিপিং করলেন। তাতে ইঙ্গিতটা স্পষ্ট টেস্টে গ্লাভস থাকছে তার হাতেই।

Comments

The Daily Star  | English
NBR Protests

NBR officials again announce pen-down strike

This time, they will observe the strike for three hours beginning at 9 am on June 23

1h ago