চৌমুহনীতে নৌকাকে হারিয়ে মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী খালেদ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (মোবাইল প্রতীক) মো. খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
মো. রবিউল আলম জানান, মো. খালেদ সাইফুল্লাহ পেয়েছেন ১৩ হাজার ৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সাল পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন মো. হারুন পেয়েছেন ৫ হাজার ৫২৬ ভোট।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ সাইফুল্লাহ তাৎক্ষণিকভাবে জানান, এ বিজয় গণতন্ত্রের বিজয়, এ বিজয় চৌমুহনী পৌরবাসীর বিজয়। নির্বাচনের আগে পৌরবাসীকে দেওয়া সব প্রতিশ্রুতি শত ভাগ বাস্তবায়নে কাজ করবেন।
Comments