চৌমুহনীতে নৌকাকে হারিয়ে মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী খালেদ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (মোবাইল প্রতীক) মো. খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
মো. খালেদ সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (মোবাইল প্রতীক) মো. খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।

মো. রবিউল আলম জানান, মো. খালেদ সাইফুল্লাহ পেয়েছেন ১৩ হাজার ৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সাল পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন মো. হারুন পেয়েছেন ৫ হাজার ৫২৬ ভোট।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ সাইফুল্লাহ তাৎক্ষণিকভাবে জানান, এ বিজয় গণতন্ত্রের বিজয়, এ বিজয় চৌমুহনী পৌরবাসীর বিজয়। নির্বাচনের আগে পৌরবাসীকে দেওয়া সব প্রতিশ্রুতি শত ভাগ বাস্তবায়নে কাজ করবেন।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

58m ago