দৌলতপুরে শিশু ধর্ষণ ও হত্যা: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
খুলনার দৌলতপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি প্রীতম রুদ্র (২৭)।
খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদের আদালতে শনিবার দুপুরে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ২২ জানুয়ারি নিখোঁজ হয় আট বছরের শিশুটি। এক সপ্তাহ পর গত বৃহস্পতিবার তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, আদালতে দেয়া জবানবন্দিতে আসামি জানায়, বাড়ির ছাদে ধর্ষণ ও হত্যার পর শিশুটির মরদেহ বাড়ির নিচতলায় লুকিয়ে রাখা হয়। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত নয় বলে জানিয়েছে সে।
ওসি জানান, হত্যায় জড়িত সন্দেহে বাড়ির মালিকের ছেলে প্রীতমসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। শুক্রবার রাতে প্রীতমকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে, নির্মম এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজ খুলনার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করেছে। খুলনা-যশোর মহাসড়কে দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
Comments