রাজশাহীতে ছাত্রী হোস্টেল থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজশাহীর মির্জাপুর এলাকা থেকে মোবাসসিরা তাহসিন ইরা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোররাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে মির্জাপুর এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোবাসসিরা তাহসিন ইরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়। আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোররাতে ওই শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’
Comments