কুড়িগ্রামে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস
কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ রোববার সকালে রাজারহাট আবহাওয়া অফিসের টেমপারেচার রেকর্ড কিপার সুবল চন্দ্র দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ বছরে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।’
তাপমাত্রার পারদ পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রাম ও লালমনিরহাটের জনজীবন। ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারদিক। সড়কে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে। হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা পাড়ের বাসিন্দারা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কুড়িগ্রাম ও রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুই থেকে তিন দিন আবহাওয়া পরিস্থিতি এ রকমই থাকতে পারে। এর পরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।’
পূর্বাভাস বলছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকবে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা একই রকম থাকতে পারে। মধ্যরাতে থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
Comments