সাবেক ক্লাব অ্যাতলেতিকোর হারের প্রত্যাশায় রিয়ালের কোর্তোয়া
বর্তমান ব্যবধান আর আগামীর সমীকরণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, লা লিগার শিরোপা ধরে রাখতে রিয়াল মাদ্রিদের কেবল টানা জিতলে চলবে না, টানা হারতে হবে অ্যাতলেতিকো মাদ্রিদকেও। সেটা বুঝতে বাকি নেই রিয়ালের গোলপোস্টের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়ার। তাই নিজের সাবেক ক্লাব অ্যাতলেতিকোর হারের প্রত্যাশা করছেন তিনি।
শনিবার রাতে লিগের ম্যাচে প্রায় পুরোটা সময় ১০ জন নিয়ে খেলে হেরে গেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে সফরকারী লেভান্তে।
আসরে চতুর্থ হারের স্বাদ পাওয়া রিয়াল ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। তারা ধাক্কা খাওয়ায় শিরোপা জেতার দৌড়ে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছে অ্যাতলেতিকো। রিয়ালের শহর প্রতিদ্বন্দ্বী ক্লাবটি ৪৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার চূড়ায়। তারা খেলেছে মোটে ১৮ ম্যাচ। দুর্দান্ত ছন্দে থাকা অ্যাতলেতিকো লিগের শেষ সাতটি ম্যাচের সবকটিতে জিতেছে।
তিক্ত অভিজ্ঞতার ম্যাচের পর গণমাধ্যমের কাছে বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া বলেছেন, ‘আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। কারণ, লা লিগা মে মাস পর্যন্ত চলবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং আশা করতে হবে যেন অ্যাতলেতিকো হারে। কিন্তু তারা জিতেই চলেছে।’
অ্যাতলেতিকোর হয়ে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলা দীর্ঘদেহী এই তারকা যোগ করেছেন, ‘আজকের (শনিবারের) ম্যাচটিকে আমরা খারাপ বা ভালো ম্যাচ হিসেবে বিবেচনা করতে পারি না। আমাদেরকে একজন কম নিয়ে খেলতে হয়েছে।’
এদিন পেনাল্টি রুখে দেওয়াসহ মোট ছয়টি সেভ করেও রিয়ালকে রক্ষা করতে পারেননি কোর্তোয়া। যিনি স্পট-কিকে ব্যর্থ হয়েছিলেন, সেই রজার মার্তিই ৭৮তম মিনিটে গোল করে উল্লাসে মাতান লেভান্তেকে।
Comments