ফেনীতে মাদক চোরাকারবারির যাবজ্জীবন

স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীতে ফেনসিডিলসহ গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন ছট্টু (৪৩) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন ছট্টু ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম জোয়ার কাছাড় গ্রামের আবু আহাম্মদের ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালের ২১ জুন ফেনী সদর উপজেলার লালপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক শ বোতল ফেনসিডিলসহ পুলিশ দেলোয়ার হোসেনকে আটক করে। ফেনী সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই বছরের ২৫ জুলাই তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন।

ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশবণিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গ্রেপ্তারের কিছু দিন পরে জামিন পেয়েছিলেন দেলোয়ার হোসেন, এরপর থেকে তিনি পলাতক। আসামি গ্রেপ্তার হলে বা আত্মসমর্পণ করলে তার সাজা কার্যকর হবে।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago