সিলেট ও সুনামগঞ্জে পৌঁছেছে করোনার ভ্যাকসিন
বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিন দেরিতে করোনা ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে সিলেট ও সুনামগঞ্জে।
আজ রোববার সিলেট ও সুনামগঞ্জের ভ্যাকসিন বিষয়ক কমিটির সদস্যরা নিজ নিজ জেলার ভ্যাকসিন গ্রহণ করেন।
প্রথম দফায় সিলেটে ১৯টি কার্টুনে মোট ২ লাখ ২৮ হাজার ডোজ ভ্যাকসিন এবং সুনামগঞ্জে ৭টি কার্টুনে মোট ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমাদন্দ মণ্ডল ও সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, প্রতিটি কার্টুনে ১২০০টি ভায়াল আছে এবং প্রতি ভায়ালে ১০টি ডোজ আছে। ভ্যাকসিন নিজ নিজ জেলার ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমাদন্দ মণ্ডল জানান, করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমে সিলেট জেলায় মোট ১৫৩টি সেন্টার প্রস্তুত করা হচ্ছে। তবে, প্রথম দফায় ৫৩টি সেন্টারে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে সিলেট নগরীতে থাকছে ২৫টি কেন্দ্র।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, প্রথম দফায় জেলা সদরে ১০টি এবং প্রতিটি উপজেলা সদরে ২টি করে মোট ৩০টি ভ্যাকসিন কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে।
Comments