কোহলিকে কীভাবে আউট করা যায়, বুঝতে পারছেন না মঈন

৫ ফেব্রুয়ারি চেন্নাইতে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট।
Moeen Ali & Virat Kohli
ছবি: সংগ্রহ

ভারতের বিপক্ষে ভারতের মাঠে সিরিজে নামা এমনিতেই চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ আরও কঠিন করে দেন যিনি সেই বিরাট কোহলিকে নিয়ে বড় চিন্তা ইংল্যান্ডের। অফ স্পিনিং অলরাউন্ডার মঈন আলি জানালেন, কোহলিকে ফেরানোর তরিকা নেই তাদের কাছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্ট খেলেই ছুটিতে যাওয়া কোহলি ফিরছেন ইংল্যান্ডের বিপক্ষে। নিয়মিত অধিনায়ককে ছাড়াই অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে সিরিজ জিতে আসা পুরো ভারত দল আছে দারুণ ছন্দে। বিশ্ব টেস্ট চাম্পিয়নশিপের ফাইনালে যেতে তাদেরকে হারাতেই হবে ইংল্যান্ডকে।

সেই পথে বড় বাধা নিশ্চিতভাবে কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৭০ এর উপর গড় ভারত অধিনায়কের।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মঈন কোন রাখঢাক না রেখেই জানালেন কোহলি নিয়ে তাদের ভীতির কথা, ‘কীভাবে আপনি তাকে আউট করবেন? সে অবশ্যই দারুণ খেলোয়াড়। ভালো খেলার জন্য সব সময় মুখিয়ে থাকে। অস্ট্রেলিয়ায় দলের অমন জয়ে থাকতে পারেনি, এবার নিশ্চয়ই সব পুষিয়ে দিতে চাইবে।’

‘জানি না কীভাবে তাকে আউট করব। কারণ আমার মনে হয় না তার কোন দুর্বলতা আছে। কিন্তু আমাদের বেশ ভালো বোলিং আক্রমণ আছে, পেস-স্পিনের ভালো মিশেল আছে।’

মাঠের বাইরেও কোহলির সঙ্গে নিজের সম্পর্কের কথাও এক ফাঁকে জানিয়ে দিলেন মঈন,  ‘সে দারুণ মানুষ, আমার ভাল বন্ধু। আমরা ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলি না।’

তবে কোহলিকে ঠেকাতে সরাসরি অবদান রাখতে হলে মঈনের একাদশে থাকা চাই। শ্রীলঙ্কায় ডম বেস দারুণ করায় স্পিন আক্রমণে আছে লড়াই। তবে মঈন সেজন্য নিজেকে তৈরি রাখছেন,  ‘আমি একাদশে জায়গা পাব কিনা সেটা আরেক ব্যাপার। খেলার প্রস্তুতির ব্যাপারে যদি বলি। একদম প্রস্তুত আছি মাঠে নামতে। অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করছি।’

আর ১৯ উইকেট পেলেই টেস্টে ২০০ উইকেট হয়ে যাবে মঈনের। এই লক্ষ্য পূরণ করাই তার আপাতত লক্ষ্য, এরপরে তাকাতে চান আরও সামনে, ‘আমি এখনো মনে করি আমার ভেতর অনেক রান আছে, উইকেট নেওয়ার আছে। ম্যাচ জেতানোর পারফরম্যান্সের সামর্থ্য। আমার ছোট লক্ষ্য সামনে, পূরণ করতে চাই। আমি ২০০ উইকেট নেওয়ার খুব কাছে আছি।’

‘আমি জানি অনেকেই আছি বলবে এসবের দিকে তাকায় না। কিন্তু আমি এসবের দিকে তাকাই। এরপরে আমি আরেকটা লক্ষ্য ঠিক করব।’

শ্রীলঙ্কায় গিয়ে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। তবে বড় কোন সংকট ছাড়াই সেরেও উঠেছেন। করোনা আক্রান্তও হওয়ায় সেই সিরিজের দুই টেস্টে থাকতে পারেননি। ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ হওয়ায় এই অফ স্পিনিং অলরাউন্ডারকে ভীষণ প্রয়োজন হতে পারে দলের। শারীরিকভাবে সুস্থ থাকার বার্তা দিয়ে দলের জন্য সেরাটা নিংড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

৫ ফেব্রুয়ারি চেন্নাইতে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট।

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

2h ago