শাস্তি প্রত্যাহার চেয়ে খুবি প্রশাসনকে ৩ শিক্ষকের আইনি নোটিশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজলকে বরখাস্ত, একই বিভাগের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরিকে অপসারণের আদেশ প্রত্যাহার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এই তিন শিক্ষকের পক্ষে আজ রোববার ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া খুবি উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারসহ ১০ জন বরাবর এই নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে তিন শিক্ষকের বিরুদ্ধে দেওয়া শাস্তির আদেশ প্রত্যাহার করতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, আইনি বিভিন্ন ব্যত্যয় ছাড়াও সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে, বিনা কারণে এবং কোনো প্রমাণ ছাড়াই শিক্ষকদের গুরুদণ্ড দেওয়া হয়েছে।
তিন শিক্ষকের শাস্তি প্রত্যাহারের দাবিতে আজও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েকজন শিক্ষক।
খুবি সম্পর্কে বিভিন্ন সময় নেতিবাচক মনোভাব প্রকাশ করায় গত ২৩ জানুয়ারি তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
আরও পড়ুন:
খুবির শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারের দাবিতে রাবিতে প্রতিবাদ সমাবেশ
খুবি শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে জাবিতে মানববন্ধন
শাস্তি প্রত্যাহারের আশ্বাস, ১৬৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন খুবির ২ শিক্ষার্থী
শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি বাতিল চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
খুবির ২ শিক্ষার্থী হাসপাতালে, অবস্থার আরও অবনতি
খুবি সিন্ডিকেট সভায় ১ শিক্ষককে বরখাস্ত, ২ শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত
মেয়রের মাধ্যমে খুবি প্রশাসনকে অনশনরত ২ শিক্ষার্থীর চিঠি
শিক্ষার্থী বহিষ্কার ও শিক্ষক অপসারণে নোটিশের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি
খুলনা বিশ্ববিদ্যালয়: ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ থেকে উপাচার্যবিরোধী আন্দোলন
খুলনা বিশ্ববিদ্যালয়: ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশের শাস্তি শিক্ষক অপসারণ
খুবির ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি
Comments