টাঙ্গাইল পৌরসভা

পরাজিত কাউন্সিলর প্রার্থী, সমর্থকদের জেলা নির্বাচন অফিস ঘেরাও

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে অনিয়ম, কারচুপির অভিযোগ ও পুনরায় ভোটের দাবিতে কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকেরা বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে এবং পুনরায় নির্বাচনের দাবিতে আজ রবিবার দিনভর বিক্ষোভ শেষে সন্ধ্যায় জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে কয়েকটি ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী এবং তাদের সমর্থকরা।

গতকাল শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ঘেরাও নয়, পুনরায় ভোট গণনার দাবিসহ কয়েকটি অভিযোগ নিয়ে পৌরসভার ৪, ৭, ৮, ৯, ১১ এবং ১২ নং ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলর প্রার্থী এবং তাদের সমর্থকরা মিছিল নিয়ে জেলা নির্বাচন অফিসে আসে।

তিনি বলেন ‘আমরা তাদের স্থানীয় নির্বাচন অফিসসহ নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করতে বলেছি।’

Comments