কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শাহাজান আলী সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান সেলিম নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এই পৌরসভায় মোট ২৭ হাজার ৪৯৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৭২ শতাংশ। নির্বাচনের দিন নয়টি ওয়ার্ডের ভোট কেন্দ্র ১৪টি ভোটকেন্দ্রের কোথাও থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোনো মেয়র প্রার্থী নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তোলেননি।
জেলা রিটার্নিং অফিসার মো. রোকনুজ্জামান জানান, প্রদানকৃত মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট প্রার্থীকে পেতে হবে। যদি কোনো প্রার্থী ন্যূনতম এই ভোট না পায় তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
তিনি জানান, মোবাইল প্রতীকের প্রার্থী শহিদুজ্জামান সেলিম পেয়েছেন ৮ হাজার ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের এসকেএম সালাউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৭ হাজার ১২৮ ভোট। নারিকেল গাছ প্রতীকের জাহিদুল ইসলাম জিরে পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট এবং নৌকার মো. শাহাজান আলী পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট। নৌকার প্রার্থী আট ভাগের এক ভাগেরও কম ভোট পেয়েছেন।
Comments