মিয়ানমারে সেনা অভ্যুত্থান, সু চি আটক
মিয়ানমারে নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে ক্ষমতা নিয়েছে দেশটির সেনাবাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ সোমবার সকালে নোবেল বিজয়ী অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
সু চিসহ দলের জ্যেষ্ঠনেতাদের আটক করা হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।
সেনা-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম মিয়াওয়াদ্দি নিউজ’র বরাত দিয়ে মিয়ানমার টাইমস জানিয়েছে, আজ থেকে আগামী এক বছরের জন্যে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ মিন অং হ্লায়িং জরুরি অবস্থাকালে মিয়ানমারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
Comments