৪৩ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট

৪৬ তম বিসিএস ফলাফল

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ আগস্ট, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ কেন্দ্রে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd প্রকাশ করা হবে।

গত বছরের ৩০ ডিসেম্বর থেকে ৪৩ বিসিএসের আবেদন জমা নেওয়া শুরু হয় এবং শেষ সময় নির্ধারণ করা হয় গত মাসের ৩১ তারিখ পর্যন্ত। পরবর্তীতে দুই মাস সময় বাড়িয়ে শেষ তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ৩১ মার্চ।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago